আমাদের সম্পর্কে
ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট, আইটিতে সাফল্য সৃষ্টির লক্ষ্যে প্রতিষ্ঠিত একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান। প্রতিষ্ঠা লগ্ন থেকে শুরু করে এখন পর্যন্ত সুদীর্ঘ ১৩ বছরে ক্রিয়েটিভ আইটি অর্জন করেছে বহুমুখী সাফল্য। অবদান রেখে চলেছে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে। বাংলাদেশের অন্যতম প্রধান আইটি প্রতিষ্ঠানটি ২০০৮ সাল থেকে বেকার সমস্যা দূর করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

আমাদের মাইলফলক
দীর্ঘ ১৩ বছর ধরে কর্মসংস্থান সৃষ্টি সহ দেশের সব শ্রেণি-পেশার মানুষকে মানসম্মত তথ্যপ্রযুক্তির প্রশিক্ষণ প্রদানের পাশাপাশি ৪২ হাজারেরও বেশি মানুষকে সফলভাবে আইটি প্রশিক্ষণ প্রদান করেছে ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট। তারই স্বীকৃতি স্বরূপ প্রতিষ্ঠানের সম্মানিত প্রতিষ্ঠাতা ও সিইও মনির হোসেনের অর্জনের আলোকিত কিছু মুহূর্ত।
গৌরবের ১৩ বছর
আইটি এক্সপার্ট তৈরির
জগতে বিশ্বস্ত প্রতিষ্ঠান
আধুনিক প্রযুক্তির সাথে তাল মিলিয়ে নিজেকে আপডেটেড রাখতে আপনার পাশে রয়েছে ক্রিয়েটিভ আইটি ইন্সটিটিউট। আইটি সেক্টর বা নন-আইটি সেক্টর, সবখানেই এখন আইটি এক্সপার্টদের ভালো চাহিদা রয়েছে। এজন্যই আপডেটেড কারিকুলাম, অভিজ্ঞ মেন্টর আর আধুনিক ল্যাব নিয়ে দীর্ঘ ১৩ বছর যাবত আমরা তৈরি করে চলেছি আইটি এক্সপার্ট। এর ধারাবাহিকতায় আমরা পেয়েছি ৫০ হাজারেরও বেশি সফল মুখ, যারা নিজেরা স্বাবলম্বী হয়ে কর্মসংস্থান তৈরি করেছেন আরও মানুষের। আর এই শিক্ষার্থীদের সাফল্য আমাদের পথচলার অনুপ্রেরণা। আমরা বিশ্বাস করি প্রতিটি মানুষই প্রতিভাবান, আর আপনার প্রতিভা বিকাশের দায়িত্ব আমাদের। প্রয়োজন কেবল আপনার আগ্রহ এবং নিয়মিত অনুশীলনের।


দেশের অন্যতম ISO সার্টিফাইড আইটি ট্রেনিং ইনস্টিটিউট
ক্রিয়েটিভ আইটি ২০১৫ সালে অর্জন করে দারুণ এক সম্মান। বাংলাদেশের অন্যতম ISO সার্টিফাইড ট্রেনিং ইনস্টিটিউট হিসেবে স্বীকৃতি লাভ করে। ISO এর প্রধান কাজ শিল্প ও বাণিজ্যের বিভিন্ন বিষয়ের উপর মান নির্ধারণ, প্রণয়ন এবং বিভিন্ন প্রতিষ্ঠানকে মানের সনদপত্র প্রদান। তাই ISO প্রদত্ত এই সার্টিফিকেট ক্রিয়েটিভ আইটির জন্য একটি বড় সম্মাননা। এতে প্রমাণিত হয় আমরা সময়ের চাহিদা অনুযায়ী মানসম্মত সার্ভিস, আন্তর্জাতিক কোর্স মডিউল এবং উন্নত পরিবেশ নিশ্চিত করছি। তাই শিক্ষার্থীদের যুগোপযোগী ক্যারিয়ারের পথ সুগম করার যাত্রায় ক্রিয়েটিভ আইটি এখন সবার সেরা।
উদ্দেশ্য
তারুণ্যের শক্তিকে কাজে লাগিয়ে অত্যাধুনিক ও মানসম্পন্ন প্রশিক্ষণ পদ্ধতি নিশ্চিত করে দেশের মানুষকে ক্ষমতায়ন করা।

লক্ষ্য
আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে বিশ্বের সেরা আইটি ট্রেনিং ইনস্টিটিউট হিসেবে ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট-কে প্রতিষ্ঠিত করা।

হিস্টোরি
২০০৮ সালে প্রতিষ্ঠাতা মনির হোসেনের হাত ধরে ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউটের যাত্রা শুরু। এরপর গুটি গুটি পায়ে দেশ এই আইটি প্রতিষ্ঠান পাড়ি দিয়েছে অনেকটা পথ। দেশ আর দেশের বাইরের অসংখ্য প্রবাসী শিক্ষার্থীরা এই প্রতিষ্ঠানে কোর্স করে আত্মনির্ভরশীল হয়েছেন। অনেকে নিজে প্রতিষ্ঠিত হয়ে অনেক মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন। সরকারি বিভিন্ন প্রজেক্ট- বেপজা (BEPZA), BEZA, Prison সহ আইসিটি মিনিস্ট্রিতেও কাজ করছে ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট। প্রায় ১৩ বছর অসাধারণ পথচলার সাফল্য হিসেবে আমরা পেয়েছি “দেশসেরা আইটি ইনস্টিটিউট”-এর পরিচয়।

ভ্যালু
- নিয়মিত দক্ষতার চর্চা : আমরা উৎসাহিত করি শিক্ষার্থীদের নিয়মিত কাজ প্র্যাকটিসে। তাই যেকোনো সময়, যেকোনো প্রয়োজনে আমরা সবাই সবাইকে সহায়তা করি।
- ভবিষ্যৎ নেতৃত্ব গড়ে তোলা : নেতৃত্ব দেওয়ার দক্ষতা বিকাশের জন্য সবার কাজের জায়গা এবং দায়িত্ব আলাদা।
- সৃজনশীলতার বিকাশে সাহায্য করা : প্রতিটি কাজের দায়ভার সেই কাজে দক্ষ ব্যক্তির উপর ন্যাস্ত। ফলে কাজের জায়গায় সবাই সবার সেরাটা দিতে পারে।
- দলগত কাজে উদ্বুদ্ধ করা : দলগত দায়বদ্ধতা রয়েছে আমাদের সব কাজেই। একে অপরের সাথে বন্ধুসুলভ আর শ্রদ্ধার জায়গা থেকেই আমরা সফল হই দলগতভাবে।
কালচার
ভিন্ন ভিন্ন ব্যাকগ্রাউন্ড থেকে আমাদের প্রতিষ্ঠানে কাজ করেন অসংখ্য মানুষ। প্রতিটি সদস্যের সময়, শ্রম আর মেধায় ক্রিয়েটিভ আইটির রয়েছে বৈচিত্র্যময় সংস্কৃতি। তাই শ্রদ্ধা আর সম্মানে নারী-পুরুষ সহকর্মীর সুন্দর এক পরিবেশ রয়েছে এখানে।

অসাধারণ কিছু উদ্যোগ
শাখা সমূহ
হেড অফিস
মমতাজ প্লাজা (৫ম তালা) বাড়ী#৭, রোড#৪, ধানমন্ডি, ঢাকা-১২০৭
ক্যাম্পাস ২
মেহের প্লাজা, ৪র্থ তলা, বাসা- ১৩/এ, রোড নং- ৫, ধানমন্ডি, ঢাকা - ১২০৫
উত্তরা শাখা
রাজউক রাজীব কসমো শপিং কমপ্লেক্স ৮ম তলা, বাড়ি#৭১, রোড#৫, সেক্টর#৭, আজমপুর, উত্তরা, ঢাকা-১২৩০
চট্রগ্রাম শাখা
৯, কাপাসগোলা রোড (৪র্থ তলা) চক বাজার, তেলপট্টি মোড়, চট্টগ্রাম ৪২০৩
বগুড়া
বাবুবাড়ি, কলেজ রোড, কালিতলা, শিববাটি, বগুড়া